Xiaomi Note 11 Lite NE 5G আনিয়েছিলাম ২০২২ এর জুলাই এ (জঘন্য ক্যামেরা এটার, নাড়ালে ল্যাগ দেখা যায়)। কেনার পরেই ইচ্ছা ছিল ১২ মাস হয়ে গেলে কাস্টম রম ইউজ করবো। কিন্তু ২০২৩ এ জুলাই থেকে এ বছর জানুয়ারী আমি নতুন অনেক কিছু শেখায় বেশ ব্যস্ত ছিলাম, তাই কিছুই করা হয়নি। গতকাল PixelExperience রম মারলাম। (তার আগের শুক্রবার আনলক করার জন্য রিকোয়েস্ট রেখেছিলাম) পুরাই জুস।
- ১। ননগেমিং ইউজে আগে ৬ ঘন্টা চার্জ থাকতো, এখন ৯+ থাকছে।
- ২। স্টক রমে gcamify দিয়ে জিক্যাম ইউজ করতাম, কিন্তু বর্তমান রমে প্লে স্টোর থেকে নামালো Pixel Camera-র তুলনায় সেটার পারফরমেন্স অর্ধেকও না। (font to rear / vice versa ক্যামেরা চেঞ্জ করতে ৩-৫ সেকেন্ড লাগতো, ল্যাগ যদিও ছিল না)
- ৩। গত দেড় বছরে ৬+ বার geekbench এর সকল রেজাল্টের চেয়ে এখন স্কোর বেশি।
অবস্থা | সিঙ্গেল কোর | মাল্টি কোর |
---|---|---|
আগে | ৭৭০ | ২৭০৩ |
এখন | ১০২০ | ২৭৮৯ |
single core সর্বোচ্চ ৭৭০ উঠতো, এখন ১০২০ মাল্টিকোরে নতুন অবস্থায় ২৭০৩ ছিল, গত ডিসেম্বরে (কেনার ১৭ মাস পর) ২৩৮৪ ছিল আর এখন কাস্টম রমে ২৭৮৯ (নোট: একজন জানিয়েছে যে, গিকবেঞ্চ ৬ এ নাকি একটু বেশিই দেখায় গিকবেঞ্চ ৫ এর তুলনায়, যাই হোক)
- ৪। মনে হচ্ছে আমার মোবাইলের ডিসপ্লেতে কেউ তেল ঢেলে দিয়েছে। সব কিছু এত স্মুথ, শাওমিতে আমি কল্পনাও করতে পারি না।
প্রসেস সহজ। Mi Unlock করতে ৭ দিন অপেক্ষা করতে হয়েছে। তারপর পিক্সেল এক্সপেরিয়েন্স এর গাইড দেখে দেখে প্রতিটা কাজ করেছি, আধা ঘন্টার মধ্যে সব হয়ে গেছে। (আমি জীবনে প্রথম কাস্টম রম দিয়েছিলাম symphony w68 এ। এরপর Samsung J7 এও কী কী যেন করেছিলাম, ভুলেই গেছি)
এছাড়া PixelOS এবং Lineageos ডাউনলোড করে রেখেছি। ১-২ মাস পর এগুলোও ব্যবহার করতে পারি। (আমি তো ভেবেছিলাম কয়েকদিন পরেই করবো। কিন্তু মনে হচ্ছে কয়েক মাসেও না করলে অসুবিধা নেই, যেটা আছি বেশ আছি। এছাড়া আমার বড় ভাইয়ের S8 / S8+ এ Lineageos চালিয়েছি।)
পরিশেষে একটা কথাই বলবো, যারা নিজেদের মোবাইলে (বিশেষ করে শাওমি মোবাইলে) ওয়ারেন্টি ফুরিয়ে যাওয়ার পর (বা আনঅফিশিয়াল ডিভাইসে আরো আগে) কাস্টম রম চালান না, তা যে কী মিস করছেন তা বলে বুঝানোর মত না।
Leave a Reply