Malfuzat

মালফুজাত শব্দের অর্থ সহজ বাংলায় “টুকরো কথা” করা যেতে পারে।

জীবন

১। একটু ভুল

নম্বরে কখনো ‘একটু’ ভুল হয় না। মোবাইল নম্বর ভুলে হলে সেটা পূর্ণ ভুল, ‘মাত্র এক ডিজিট’/সামান্য ভুল না।

২। ক্ষমা

ক্ষমা চাওয়ার সাথে ‘যদি/কিন্তু/তবে’ বললে সেটা আর ক্ষমা চাওয়া থাকে না।

৩। ইম্যাচিউরিটি

আমার অভিজ্ঞতায় ইম্যাচিউরিটির কয়েকটি আলামত-

ভাঙ্গা বিস্কুট খেতে না চাওয়া

ছোট দুই বাচ্চাকে যদি বিস্কুট দেয়া হয় এবং একজনেরটা ভাঙ্গা থাকে তাহলে খুব সম্ভাবনা আছে যে- যারটা ভাঙ্গা সে কান্নাকাটি/চিল্লাপাল্লা করবে। ছোটকালে আমি, আমার অন্যান্য ভাইরাও করতো। তখন আম্মু বলতেন ‘পেটের ভিতর তো ভাঙ্গা অবস্থাতেই যাবে!’

এই যে ‘পেটের ভিতর ভাঙ্গা অবস্থায় যাওয়ার’ বুঝ, এটাও এক প্রকার ম্যাচিউরিটি, ম্যাচিউরিটির অংশ।

তেলাপোকা ভয় পাওয়া

আমি যখন ছোট ছিলাম তখন তেলাপোকা ভয় পেতাম, রাতে তেলাপোকা দেখলে মশারি টানানো থাকলে মশারিতে ঢুকলাম।

পরে যখন মাদরাসায় ভর্তি হলাম তখনও ভয় পেতাম, কিন্তু ভয় পেলে যেহেতু দুর্বলতা প্রকাশ পাবে তাই পাশে আসলে চুপচাপ বসে থাকতাম। পরে ভয় কেটে যায়।

গেমিং ডিভাইস / RGB

নিচে ‘টেক’ উপশিরোনামে লিখেছি।

৪।

টেক

১। বিতর্ক সৃষ্টির জন্য না, মন থেকেই বলছি। গেমিং মাউস-কী-বোর্ড-কেসিং, হেডফোন থেকে শুরু করে ‘গেমিং সেটাপের’ নামে আরজিবি লাইটিং সংক্রান্ত যা যা হয়েছে- মোটেই ভাল লাগেনি। ছোটবেলায় বাচ্চাদের জুতায় লাইট থাকতো, সেই কথাই মনে পড়ে গেছে বারবার।

২। ডিসকর্ডের Nitro কেনার প্রতিটি সুবিধা আমার কাছে অপ্রয়োজনীয় মনে হয়। হাতে গোনা কয়েকজনের সাথে শো অফ করা! অথচ লক্ষ/অনেক হাজার মেম্বার ওয়ালা সার্ভারের অ্যাডমিনকে ওসব ছাড়া দেখেছি। একই কথা বিভিন্ন গেমের পোশাক, অস্ত্র ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য। (গেম নিয়ে তো বিস্তারিত পোস্ট লেখা যেতে পারে)।

৩।

ইসলামী

১। আদর্শ জায়নামায

নরমাল জায়নামাযে লেখা থাকে ৭০x১১০ সেমি / ২৭.৫x৪৩.৩০ ইঞ্চি।

মসজিদে পাশের মুসুল্লি এই রকম সাইজের জায়নামায নিয়ে গিয়ে বিছালে ২-৩টি অসুবিধা।

১। আমি জানি না যে- পাশের জন আবার খুঁতখুঁতে স্বভাবের / অতিরিক্ত রুচিওয়ালা কিনা- আমি উঠে দাঁড়ালে লাট-সাহেব ‘মাইন্ড’ করবেন কিনা। একইভাবে পাশেরজন জানে না যে- আমি কি তার উঠে দাঁড়ানোতে সন্তুষ্ট কিনা। কেউ হয়ত ইতস্তত করে/কেউ হয়ত ২য় কারণটির কারণে দাঁড়ায় না।

২। এক পা জায়নামাযে আরেক পা টাইলসে দিয়ে নামায আদায় করতে ভালো লাগে না। হয়ত উভয় পা টাইলসে থাকবে, নয়ত উভয় পা জায়নামাযে। উঁচা vs নিচা এবং গরম vs ঠাণ্ডা।

(কোনো কারণে এক হাত বা এক পা ধুতে হলে (বেশিরভাগ ক্ষেত্রে) আমি অপর হাত/পা-ও ধুই, নইলে অসমান/অসামঞ্জস্যপূর্ণ মনে হয়।)

এসব ঝামেলা থেকে বাঁচতে আমি ছোট সাইজের জায়নামায আনিয়েছি, ১৯.৫x৩৮

(সাড়ে উনিশ ঠিক আছে, কিন্তু দৈর্ঘ্যে ৪২/৪১, কমপক্ষে ৪০ হলে ভাল হত, এখন ছোট হয়। আর প্রস্থ ১৯ বা ১৮ হলেও চলতো।)

২। ওয়াসওয়াসা

ওয়াসওয়াসাকে ইগ্নোর করা। হাদীসে পেশাবের পর লুঙ্গিতে পানি দেয়ার কথা আছে। মুফতি তারিক মাসুদ হাফি. বলেন- আপনি যদি কসম খেয়ে বলতে না পারেন যে- আমার ওজু ভেঙ্গেছে, তাহলে ওজু আছে।

৩। ক্রিকেট

ক্রিকেট দেখা-সমর্থন করার পক্ষে যেসব কথা বলা হয়, সেগুলো খুবই নিম্নমানের। এতটাই বাজে যে- ওগুলো খণ্ডানোও অত ভাল কাজ মনে হয় না।

৪।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *