আমি গত ১৩ জুন সুভেল্ট/সভেল্ট/এসভেল্ট শেখা শুরু করেছি। তাদের https://learn.svelte.dev/ সাইটটি থেকেই শিখেছি। পরবর্তীতে একটি ইউটিউব প্লেলিস্ট শেষ করেছি।
বেশ মজার, বেশ সহজ। তবে আগামী আপডেটে Runes কি Ruins করে দেবে?
আমি অবশ্য এখনো নেক্সট শিখিনি।
গতকাল ৩০ জুন ও আজ ১ জুলাই আমার পূর্বের সাইটটিকে গ্যাটসবি থেকে সুভেল্টে নিয়ে আসলাম।
২ জুলাই ভিউ এর একটা ক্র্যাশ কোর্স ৩ ঘন্টার মধ্যে দুই ঘন্টা দেখেই বুঝে গিয়েছি যে ভিউ-ও আর এখন কোনো ব্যাপার না।
আপডেটঃ ৩ জুলাই লোডিং যুক্ত করা সহ আরো অনেক কিছু। চাইলে আজকেই ওপেন সোর্স করে দেয়া যেত। আরো দুই একদিন যাক।
Leave a Reply